ডেস্ক রিপোর্ট: ইতালিতে এই প্রথম গড়ে উঠা আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুল দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন স্কুলটিকে পুরো ইউরোপে বাংলা ভাষাভাষী
মানুষের কাছে গ্রহণযোগ্য এবং পরিচিত করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি শিক্ষক-শিক্ষিকাদের আরো গুরুত্ব সহকারে ছাত্রছাত্রীদের পাঠদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ, ভাই চেয়ারম্যান মিঠু আহমেদ, প্রিন্সিপাল সঞ্জয় কুমার সাহাসহ পরিচালন গণ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপাধ্যাক্ষ সুজন খান।
দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রথম সেমিস্টার পরিক্ষার ফল প্রকাশ ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে বাংলা ভাষা শিক্ষার সনদও প্রদান করা হয়!
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ স্কুলের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং তারা আশা প্রকাশ করে বলেন,
ইতালিতে বড় হওয়া শিশুরা এই স্কুলটিতে পড়াশোনা করে
ইংরেজি শিক্ষায় দক্ষ হয়ে বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রী নেবার সুযোগ পাবে।
তারা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম ডি সহ শিক্ষক-শিক্ষিকা দের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন
