ইউক্রেনের দখলকৃত অঞ্চল জাপোরিঝজিয়ায় রাশিয়ার সমর্থিত একজন কর্মকর্তা বলেছেন, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যে গম পাঠানো শুরু করেছে রাশিয়া।
রাশিয়ার গণমাধ্যম রোসিয়া ২৪ চ্যানেলকে ইয়েভগেনি বালিতস্কে নামে ওই কর্মকর্তা বলেছেন, আমরা রাশিয়ার মাধ্যমে গম পাঠাচ্ছি। বেশিরভাগ চুক্তি হয়েছে তুরস্কের সঙ্গে।
ইয়েভগেনি বালিতস্কে হলেন রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা।
তিনি তার বক্তব্যে জানাননি মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে গম পাঠাচ্ছে রাশিয়া।
রাশিয়ার সমর্থিত এ কর্মকর্তার এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া, ইউক্রেন এবং তুরস্ক।
এদিকে প্রধান কর্মকর্তা ইয়েভগেনি বালিতস্কে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম উল্লেখ না করলেও, গত কয়েকদিন ধরে খবর এসেছে রাশিয়ার কয়েকটি পণ্যবাহী জাহাজ একের অধিকবার সিরিয়ার বন্দরে নোঙর করেছে।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনের শস্য চুরি করে সেগুলো সিরিয়ায় নিয়ে গেছে রাশিয়ার জাহাজ।
তবে ইউক্রেন থেকে শস্য চুরি করার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া।
সূত্র: আল জাজিরা