ডেঙ্গু আক্রান্ত আরো ২২ রোগী হাসপাতালে

সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরো ২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর ২২ জনই ঢাকা বিভাগের।

ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ৬৬ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন তিনজন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৬২৯ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারোরও মৃত্যু হয়নি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ