ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার (১৪ জুন) থেকে। দুই ধাপে ট্রেনের টিকিট বিক্রি হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

এবারো সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে এবার বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।

রেল সূত্রে জানা গেছে, ২৪ জুনের টিকিট বিক্রি হবে আগামীকাল ১৪ জুন। একইভাবে ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন ও ২৮ জুনের টিকিট ১৮ জুন দেওয়া হবে।

ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। ওই তারিখে ২ জুলাইয়ের টিকিট দেওয়া হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। একইভাবে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ