ট্রাকেও ফিরছে মানুষ

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বাস, ট্রাক প্রাইভেটকার, মোটরসাইকেলের পাশাপাশি কম খরচে ট্রাকে করে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষেরা।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে এই দৃশ্য দেখা যায়।

জানা যায়, গাজীপুরের অনেক শিল্প-কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে আজ। এরপর থেকেই গ্রামে ফিরতে শুরু করেছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। এতেই গাড়ি ভাড়া বেড়েছে বহুগুণ। তাই নিম্ন আয়ের মানুষরা ট্রাকে বাড়ি ফিরছেন।

পোশাক কর্মী আলম হোসেন বলেন, ‘আমাদের কারখানা আজ ছুটি দিয়েছে। এজন্য পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি, তবে ভাড়া অনেক বেশি। সাধারণ সময়ে ২০০ টাকা ভাড়া থাকলেও এখন সেই ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা নিচ্ছে।’

আরেক পোশাক শ্রমিক তানজিলা খাতুন বলেন, ‘গরমে রাস্তায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। তারমধ্যে মানুষের ভিড়, আবার ভাড়াও বেশি। ৪০০ টাকার ভাড়া নিচ্ছে ১১০০ টাকা।’

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। চালকরা অতিরিক্ত ভাড়া নেওয়ার নামে হয়রানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ