ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার চেয়াম্যানবাড়ী মোড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু ঘটনাস্থলে নিহত হয়েছেন।

বুধবার বিকালে বাগেরহাট-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের মোহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২৫) এবং একই গ্রামের আজাহার আলী সরদারের ছেলে সাকিব সরদার (২৩)।

দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা বাজারে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জান জানান, বাগেরহাট-ঢাকা জাতীয় মহাসড়কের চেয়ারম্যানবাড়ী মোড়ে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আরোহী দুই বন্ধুর মৃত্যুু হয়।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ