ট্রাক কেড়ে নিল মা-ছেলের প্রাণ

মা ও ছোট ভাইকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বেড়াতে নিয়ে যাচ্ছিলেন ২০ বছর বয়সি ইফতিয়াজ।

পথেই মা-ছেলের প্রাণ কেড়ে নিল ঘাতক ড্রামট্রাক।

কুষ্টিয়ার বটতল এলাকার বাইপাস সড়কে বেলা সাড়ে ১২ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ইফতিয়াজ ও তার মা অঞ্জনা খাতুন। কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকার বাসিন্দা তারা। সেখানের নাজমুল হোসেনের স্ত্রী নিহত অঞ্জনা খাতুন। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ইফতিয়াজের ৮ বছর বয়সি ভাই রিফাত গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম যুগান্তরকে জানান, মোটরসাইকেল আরোহী তিনজন কুষ্টিয়ার দিকে আসছিলেন। বটতল এলাকার বাইপাস সড়কে একটি ড্রামট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক তরুণ মারা যান। তার মাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। অপর ভাই গুরুতর আহত হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ