টিপু হত্যায় ওমর ফারুকসহ ৫ জন কারাগারে

রাজধানীর শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার পরিকল্পনাকারী ওমর ফারুকসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) মোহাম্মদ ইয়াসিন শিকদার। পরে মহানগর হাকিম বেগম ফারাহা দিবা ছন্দা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির, মো. মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল। এদের মধ্যে ফারুককে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র‌্যাব টিপু হত্যাকা-ের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছে।

এ মামলায় গ্রেপ্তার হয়ে আরও একজন শুটার মাসুম মোহাম্মদ আকাশ কারাগারে আছেন। গত ২৮শে মার্চ তাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ৫ই এপ্রিল মাসুম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গত ২৪শে মার্চ রাত ১০টার দিকে রাজধানীর শাজাহানপুরে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। ওই সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি গুলিতে নিহত হন। টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ