ঝড়ের পূর্বাভাস, বাংলাবাজার নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর বাংলাবাজার-শিমুলিয়া রুটে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় লঞ্চ স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ।

এই তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তারুজ্জামান।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠতে থাকে। এসময় এই নৌরুটে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লঞ্চ চালু করা হবে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তারুজ্জামান বলেন, আকাশে মেঘ জমায় যেকোনো সময় ঝড় শুরু হতে পারে এমন আশঙ্কায় সন্ধ্যা সাতটা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ