জেরুজালেমে ফিলিস্তিনি যুবকের গাড়িচাপায় ২ ইসরাইলি নিহত

অধিকৃত জেরুজালেমে বায়তুল মুকাদ্দাস এলাকায় একটি বাসস্ট্যান্টের কাছে ফিলিস্তিনি যুবকের গাড়িচাপায় দুই ইহুদিবাদী ইসরাইলি নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।

হতাহতদের সবাই ফিলিস্তিনি ভূমি দখলকারী। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে বায়তুল মুকাদ্দাসের রামুত এলাকায় যে ইহুদি উপশহর নির্মাণ করা হয়েছে তারা সেখানে বাস করত। খবর সিএনএনের।

ইসরাইলের বিভিন্ন সূত্র জানিয়েছে, শুক্রবার হোসেন কারাক (৩১) নামে ওই ফিলিস্তিনি যুবক কয়েক জন ইসরাইলির ওপর গাড়ি উঠিয়ে দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চালান।

এতে ৬ বছরের এক শিশুসহ দুইজন নিহত ও অপর ছয় জন আহত হয়। ইসরাইলি টিভি চ্যানেল-১২ জানিয়েছে, আহতদের মধ্যেও দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলি চ্যানেলের তথ্য অনুযায়ী, আল-ইয়াসবিয়া এলাকার বাসিন্দা হোসেন কারাককে ইসরাইলি বাহিনী গুলি করে হত্যা করেছে।

এরপর তার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী, বাবা ও ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

হোসেন এর আগে হাসপাতালে মানসিক চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান তার চাচা। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি এ গাড়ি হামলা চালান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ