ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তাঁর ডানপন্থী ও রক্ষণশীল দলগুলোর জোট ক্ষমতায় থাকার নিরিখে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। ইতালির সংবাদ সংস্থা আনসা’র পরিসংখ্যান অনুযায়ী, তাঁর সরকার আজ পর্যন্ত ১ হাজার ৯৩ দিন ধরে দেশ পরিচালনা করে প্রাক্তন সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী বেত্তিনো ক্রাক্সি’র ১৯৮০-এর দশকের মাঝামাঝি সরকারের মেয়াদকে স্পর্শ করেছে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালির ইতিহাসে এটি তৃতীয় দীর্ঘতম সরকার পরিচালনার নজির স্থাপন করেছে।
বর্তমানে মেলোনির জোটটি কেবলমাত্র প্রয়াত রক্ষণশীল নেতা সিলভিও বেরলুসকোনির দুটি মেয়াদের চেয়ে পিছিয়ে রয়েছে।
মেলোনির নেতৃত্বাধীন সরকারটি ২০২২ সালের অক্টোবর মাস থেকে ক্ষমতায় রয়েছে। এই তিন দলীয় জোটে রয়েছে তাঁর নিজের দল ফ্রাতেল্লি দি’ইতালিয়া (ব্রাদার্স অফ ইতালি), বেরলুসকোনি প্রতিষ্ঠিত ফোরজা ইতালিয়া এবং ডানপন্থী পপুলিস্ট দল লেগা।
বর্তমান জনমত জরিপগুলোতে প্রধানমন্ত্রী মেলোনি প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পিডি (পার্টিটো ডেমোক্র্যাটিকো) এর চেয়ে বহুলাংশে এগিয়ে রয়েছেন। যদি তিনি তাঁর বর্তমান মেয়াদে বহাল থাকেন, তবে ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি সিলভিও বেরলুসকোনির প্রথম মেয়াদ (২০০১ থেকে ২০০৫ সাল) অর্থাৎ ১ হাজার ৪১২ দিনের রেকর্ড ভাঙতে পারেন। ইতালির পরবর্তী সাধারণ নির্বাচনের নির্ধারিত তারিখ হলো ২০২৭ সাল।
ঐতিহাসিকভাবে ইতালি সরকার পরিবর্তনের জন্য পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৫ সাল থেকে রোমে মোট ৬৯টি ভিন্ন ভিন্ন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই মন্ত্রিসভাগুলোর গড় মেয়াদ ছিল মাত্র এক বছর এক মাস। এমন একটি দেশে মেলোনির সরকারের এই দীর্ঘস্থায়িত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বিরল ব্যতিক্রম।