চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে রোহান (১৬) নামে এক স্কুলছাত্রের।

সোমবার সন্ধ্যায় নকশিকাঁথা ট্রেনে করে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনেরেহুদা গ্রামের সিএনজি অটোরিকশাচালক রায়হান উদ্দিনের ছেলে মো. রোহান উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রোহান বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে ট্রেনে করে চুয়াডাঙ্গা যায়। ঘোরা শেষে সন্ধ্যায় নকশিকাঁথা ট্রেনে করে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গা রেলস্টেশন পার হওয়ার পর ট্রেন বেলগাছী রেলগেট এলাকায় পৌঁছলে নিহত রোহান ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলার জন্য মাথা বের করলে রেল পোস্টে ধাক্কা লেগে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ঢাকায় রেফার করলে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি রাতেই শুনেছি এখন তার দাফন-কাফনের ব্যবস্থা চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ