গাজী আবু তাহেরের মৃত্যুতে স্বদেশ-বিদেশের চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিনের শোক

ডেস্ক রিপোর্ট: ইতালির বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং ইতালী আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও রোম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর গাজী আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বদেশ-বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন।
ইতালী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জনব জসিম,গাজী আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন । তিনি মরহুমের বেহেস্ত নসীব কামনা করেন।
হাজী মোঃ জসিম উদ্দিন বলেন, গাজী আবু তাহেরের মৃত্যুতে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি হলো। এই শূন্যতা কোন দিনই পূরণ হবার নয় ‌।
রাজধানী রোমে বসবাসকালে মরহুম গাজী তাহের বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন বলে উল্লেখ করেন ইতালী আওয়ামী লীগের নেতা জনাব জসিম।
মরহুম গাজী তাহের একজন সত্তিকারের দেশপ্রেমিক ছিলেন উল্লেখ করে তিনি বলেন,
তার অবদান প্রবাসী বাংলাদেশিরা বহুদিন মনে রাখবে। প্রবাসের মাটিতে বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছেন মরহুম গাজী আবু তাহের।
জনাব জসিম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ