গাজায় ইসরাইলি হামলা, নিহত ১৪

গাজার দুটি বাড়িতে হামলা করেছে ইসরাইল। এ হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

গত ৭ অক্টোবর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এ হামলা এখনো চলছে। এতে এ পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।

এদিকে আল-জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, গাজার কামাল আদওয়ান হাসপাতালের বাইরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের তাঁবু গুড়িয়ে দিয়েছে ইসরাইলের সেনারা।

এদিকে ইসরাইল ও হামাসের চলমান সংঘাতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় একটি নতুন যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনের পশ্চিম তীরে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। প্যালেস্টেনিয়ান প্রিজোনার্স সোসাইটি জানিয়েছে, শনিবার ইসরাইলি বাহিনী পশ্চিম তীর থেকে ১৬ ফিলিস্তিনিকে আটক করেছে। আর হামাস ইসরাইল সংঘাতের শুরু ওই এলাকায় এ পর্যন্ত ৪ হাজার ৫২০ ফিলিস্তিনি আটক হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ