গরমের মধ্যে ‘কুয়াশা’!

মোহনগঞ্জে বৈশাখের তীব্র গরমের মধ্যে ভোরে প্রচণ্ড কুয়াশা পড়ায় অনেকে বিস্মিত হয়েছেন। সোমবার ভোরে শহর থেকে গ্রামপর্যন্ত কুয়াশা দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশা কেটে যায় এবং প্রচণ্ড গরম পড়ে।

অনেকেই বলছেন, গ্রীষ্মে প্রকৃতির এমন দৃশ্য বিরল। নানা কারণে প্রকৃতি বিরূপ আকার ধারণ করেছে। বয়স্করা বলছেন, এটা একটা খারাপ লক্ষণ।

পৌর শহরের আল-মবিন রোডের বাসিন্দা আবদুল হালিম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমন ঘটেছে।

রাউতপাড়ার বাসিন্দা স্কুলশিক্ষক হিমাংশু সরকার বলেন, বৈশাখে কুয়াশার এরকম দৃশ্য তিনি কখনো দেখেননি।

থানা রোডের চিকিৎসক ডা. এসকে দেবনাথ বলেন, আমার ৫০ বছরের জীবনে বৈশাখ মাসে এমন কুয়াশা কখনো দেখিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ