খেরসনে মার্কিন ও ব্রিটেনের গণমাধ্যম নিষিদ্ধ

পুনরুদ্ধার করা খেরসন শহরে মার্কিন ও ব্রিটেনের কিছু গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং ব্রিটেনের স্কাই নিউজওয়ের মধ্যে রয়েছে। এসব গণমাধ্যম ইউক্রেনের পক্ষে রিপোর্ট করার পরও ইউক্রেনের সামরিক বাহিনী সেগুলোকে নিষিদ্ধ করল। খবর আরটির।

ইউক্রেনের সেনাবাহিনীর অনুমতি ছাড়া খেরসন শহরে প্রবেশ করার জন্য মার্কিন ও ব্রিটেনের গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছে।

ইউক্রেনের প্রাভদা পত্রিকা জানিয়েছে, অন্তত ছয়জন সাংবাদিককে নিষিদ্ধ করা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে লিখেছেন, সাংবাদিকদের বিদ্যমান নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করে খেরসন শহরে তৎপর হতে দেখা গেছে।

তিনি বলেন, যেসব সাংবাদিক সেনাবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে শহরে তৎপরতা চালিয়েছে, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

রাশিয়া সম্প্রতি খেরসন থেকে সেনা প্রত্যাহার করার পর ইউক্রেনের বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ