খুলনায় হেলালসহ বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার দিবাগত রাতে খুলনা সদর থানায় এসআই অজিত কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন— বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলার আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ৭০০-৮০০ নেতাকর্মী।

প্রসঙ্গত, শনিবার মহানগর বিএনপির অফিসের সামনে কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির ১৫-২০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ