মাত্র ৮৪ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের সামনে। এত কম রানে স্বাগতিক দলকে আটকানো কঠিন। এরপরও পেসার খালেদ আহমেদের ভয়ংকর এক স্পেল কাঁপিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ৯ রানের মধ্যে তিনি তুলে নেন তাদের প্রথম তিন ব্যাটারকে। এরপর অবশ্য জন ক্যাম্পবেল ও জারমেইন ব্ল্যাকউড বিপর্যয় সামাল দেন। তাদের লড়াইয়ে তৃতীয় দিন শেষে দলের সংগ্রহ ৩ উইকেটে ৪৯।
স্বাগতিক দলের প্রয়োজন আর মাত্র ৩৫ রান। বাংলাদেশ কি আজ চতুর্থ দিন আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারবে? হয়তো আরো উইকেট উৎসব করবে বাংলাদেশ, কিন্তু জয় তুলে নেয়া কঠিনই। এমন পরিস্থিতিতে বোলারদের আক্ষেপ বাড়ালেন ব্যাটাররা। স্কোর বোর্ডে আর কিছু রান থাকলে জয়ের আশাও জেগে উঠতো।
প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান তুলতে পেরেছে অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে। সাকিব ৬৩ ও নুরুল ৬৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ২৬৫ রান। মেহেদী হাসান মিরাজ নেন ৪ উইকেট।