ক্রিমিয়ায় রাশিয়ার সামরিকঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিকঘাঁটির কাছে মঙ্গলবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে পর পর ১২টি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা।  খবর রয়টার্সের।

বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও নোভোফেদোরিভকা ঘাঁটির কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ক্রিমিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, একজন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। বিস্ফোরণস্থলের আশপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ক্রিমিয়ায় মস্কোর নিয়োগ করা আঞ্চলিক প্রশাসকের উপদেষ্টা ওলেগ ক্রুচকভ জানান, নোভোফেদোরিভকা সামরিকঘাঁটির কাছে এসব বিস্ফোরণ ঘটে।

এ ঘাঁটি ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত। তবে রাশিয়ার অধিকৃত অঞ্চলে হামলার দায় অস্বীকার করেছে কিয়েভ।

২০১৪ সালে পুরো ক্রিমিয়া উপকূল ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার সেনাদের চলাচল ও রসদ সরবরাহে ক্রিমিয়াকে অন্যতম রুট ও কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ