কূপে ঝাঁপ দিয়ে সন্তানসহ ৩ বোনের আত্মহত্যা

ভারতের জয়পুরে শিশুসন্তানসহ তিন বোন কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

পরে ওয়াটসঅ্যাপে পোস্ট করা এক মেসেজের সূত্র ধরে পুলিশ কূপ থেকে ওই তিন বোন এবং একটি শিশুর লাশ উদ্ধার করে। খবর সিবিএস নিউজের।

জয়পুরে একই পরিবারে কালু, কমলেশ ও মমতা নামে ওই তিন বোনের বিয়ে হয়। গত মে মাসের শেষের দিকে তিন বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে ওয়াটসঅ্যাপে পোস্ট করা একটি সুইসাইড নোটের সূত্র ধরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের সঙ্গে কালুর চার বছর বয়সি ছেলের লাশও ছিল। অন্য দুই বোন অন্তঃসত্ত্বা ছিলেন।

সুইসাইড নোটে তারা লিখে গেছেন, যৌতুকের জন্য নিয়মিত শ্বশুরবাড়ির লোকজন তাদের ওপর নির্মম নির্যাতন চালাতেন। তাই প্রতিদিন মরার চেয়ে একবার মরাই শ্রেয়।

তার বাবা সরদার মিনা গণমাধ্যমকে বলেন, আমার ছয় কন্যাসন্তান। এদের মধ্যে তিনজনকে একই পরিবারে বিয়ে দিয়েছি।

কিন্তু বিয়ের পর থেকে তাদের শ্বশুরবাড়ি থেকে কেবল যৌতুকের জন্য চাপ দিয়ে যাচ্ছিল। আমি আমার সাধ্যমতো দফায় দফায় তাদের যৌতুক দিয়েছি।

শেষ পর্যন্ত তারা আমার মেয়েদের আত্মহত্যার পথই বেছে নিতে বাধ্য করল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ