কারাগারে ইয়াবাসহ নারী দর্শনার্থী আটক

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ এক নারী দর্শনার্থীকে আটক করেছেন কারারক্ষী।

আটককৃত রানী বেগম (৪৫) যশোর জেলার বাঘারপাড়া থানার দশপাখিরা গ্রামের মামুনের স্ত্রী।

কারা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কারাগারের মূলফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত কারারক্ষী মাকসুদা বেগম ওই নারীর দেহ তল্লাশিকালে ভ্যানিটি ব্যাগে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পান।

পরে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃত রানী বেগম মাদক মামলায় কারাবন্দি তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য এনেছিলেন।

তিনি আরও জানান, আটককৃত ওই নারী দুই মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ