কলকাতার বিপক্ষে দুর্দান্ত মোস্তাফিজ, শেষ ওভারে ২ রানে ৩ উইকেট

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন কুলদীপ যাদব ও মোস্তাফিজুর রহমান। ইনিংসের শেষ ওভারে যেখানে বলে বলে ছক্কা হাঁকান ব্যাটসম্যানরা সেখানে মাত্র ২ রানে ৩ উইকেট শিকারের কীর্তি গড়লেন দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার মোস্তাফিজ।

আগের তিন ওভারে ১৬ রান খরচ করে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। শেষ ওভারে তাকে বল তুলে দেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। শেষ ওভারের প্রথম বলে ৬৫ রানে ব্যাটিংয় থাকা কেকেআরের তারকা ব্যাটার নিথিশ রানা সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন।

দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আগের ১৫ বলে ২৩ রান করা রিংকু সিং। তৃতীয় বল থেকে লেগ বাই সূত্রে এক রান নেন নতুন ব্যাটার উমেশ যাদব। চতুর্থ বলে আউট কেকেআরের হয়ে এদিন সবচেয়ে বেশি রান করা রানা। পঞ্চম বলে বোল্ড হয়ে যান টিম সাউদি। শেষ বলে রানই নিতে পারেননি হারসিত।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএল ১৫তম আসরের ৪১তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নেন কুলদিপ যাদব। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ