কর্মসংস্থান ভিসার আবেদন বাতিল করলো পর্তুগাল: অনিশ্চয়তায় চাকরিপ্রার্থীরা

পর্তুগিজ সরকার বুধবার (২২ অক্টোবর) এক ঘোষণায় জানিয়েছে, কর্মসংস্থান খোঁজার জন্য দেওয়া সমস্ত ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হলো। এই নতুন নিয়মটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এর ফলে পর্তুগালের দূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রগুলো আর পুরাতন ধারার ‘কর্মসংস্থান খোঁজার ভিসা’র আবেদন গ্রহণ করবে না। সরকারের এই সিদ্ধান্তের ফলে বহু বিদেশি নাগরিকের পর্তুগাল যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বাতিল হওয়া পুরোনো ভিসার পরিবর্তে চালু করা হচ্ছে ‘দক্ষ কর্মসংস্থান খোঁজার ভিসা’। তবে, এই নতুন ধরনের ভিসার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে কেবলমাত্র নতুন বিদেশিদের জন্য প্রয়োজনীয় নিয়মকানুন আইন অনুযায়ী তৈরি হওয়ার পরেই।

গত বুধবার সরকারি গেজেটে প্রকাশিত ৬১/২০২৫ নং আইন পর্তুগালের অভিবাসন নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই আইনের মূল বিষয়গুলো হলো: ‘কর্মসংস্থান খোঁজার ভিসা’ এখন থেকে শুধুমাত্র যোগ্য কাজ বা দক্ষ কাজের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, ‘পারিবারিক পুনর্মিলনে কড়াকড়ি’ পর্তুগালে রেসিডেন্স পারমিটধারী অভিবাসী এবং বিদেশিদের জন্য পারিবারিক পুনর্মিলনের সুযোগ সীমিত করা হয়েছে তবে শরণার্থীরা এই নিয়মের আওতার বাইরে থাকবেন, ‘ভাষাগত শর্তে পরিবর্তন’ পর্তুগিজ ভাষাভাষী দেশগুলির নাগরিকদের রেসিডেন্স পারমিট দেওয়ার শর্তাবলীতেও পরিবর্তন আনা হয়েছে, ‘বিশেষ প্রযুক্তিগত দক্ষতার ওপর জোর’ নতুন দক্ষ কাজের খোঁজার ভিসা মূলত তাদের জন্য যাদের বিশেষ প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। তবে, ঠিক কোন কোন দক্ষতাকে এই যোগ্যতার আওতায় আনা হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে একটি ডিক্রি জারির মাধ্যমে নির্দিষ্ট করা হবে বলে জানা গেছে।

এই আকস্মিক নীতি পরিবর্তন কর্মসংস্থানের উদ্দেশ্যে পর্তুগাল যাওয়ার স্বপ্ন দেখা অসংখ্য আন্তর্জাতিক আবেদনকারীর জীবনে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ