কন্যার সাফল্যে প্রবাসী বাবার মুখে হাসি

ডেস্ক রিপোর্ট: ইউরোপের অন্যতম সফল দেশ, নাগরিকদের বসবাসের জন্য একাধিকবার শ্রেষ্ঠ অবস্থানের অধিকারী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাসকারী খন্দকার হাফিজুর রহমানের মুখে হাসি ফুটেছে। তিনি নাসিম নামেই বেশি পরিচিত। ১৯৮৯ সাল থেকে ভিয়েনায় বসবাস করেন। সহধর্মিনী খন্দকার নাসরীন জাহান পলিটিক্যাল সাইন্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করে এখন স্বামীর সাথে ঘর সংসার করছেন। এই সফল দম্পতির তিন কন্যা সন্তানের মধ্যে মেজো মেয়ে খন্দকার আফরিদা রিদু মনি জার্মানির ডুসেল ডর্ফ হাইনরিক হাইন বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণডাক্তার হয়ে ভিয়েনা ফিরেছেন।

ভিয়েনা বিমান বন্দরে বাবা খন্দকার নাসিম এসেছিলেন মেয়েকে বরণ করতে। মেয়েকে দেখেই বাবার চোখে আনন্দাশ্রু। কন্যার সাফল্যে গর্বিত পিতা মেয়ের সাথে একটি ছবিও তোলেন।
খন্দকার হাফিজুর রহমান নাসিমের তিন কন্যাই যেন তিনটি রত্ন হয়ে ইউরোপে বসবাস করছেন। বড় মেয়ে খন্দকার সাবরিনা একজন আর্কিটেক্ট। ছোট মেয়ে খন্দকার নাবিলা ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কর্পোরেট কমিউনিকেশনস বিষয়ে।
খন্দকার নাসিম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন ধরে। তিনি এখন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তার মেয়েদের সাফল্যে খুবই খুশি নাসিম বললেন, ইউরোপে বসবাসকারী সকল বাংলাদেশীর প্রতি অনুরোধ থাকবে, আপনার সন্তানকে স্ব স্ব দেশের ভাষায় শিক্ষিত করে গড়ে তুলুন-একদিন জাতির উন্নয়নে কাজে লাগবে। ব্যক্তি জীবনের এই সফলতাকে সোনার বাংলাদেশ গড়ায় অবদান রাখতে পারবে আগামীদিনের এই সন্তানরা।
খন্দকার নাসিমের কন্যার এই সাফল্যে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। স্বদেশ বিদেশের পক্ষ থেকেও তার কন্যার জন্য আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা থাকবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ