মন্তব্য প্রতিবেদন: ইতালি যুবলীগের তৎকালীন সভাপতি বরিশালের কৃতি সন্তান আতিয়ার রসুল কিটনের হাত ধরে তৃণমূল থেকে উঠে আসা এম এ রব মিন্টু এখন একজন পরিণত নেতা।
্যযুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে উঠে এসে ওই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন তৎকালীন সভাপতি লিটন মোল্লার সাথে।
তারপর আর জনাব মিন্টুকে পিছন ফিরে তাকাতে হয়নি। নিজের দক্ষতা আর যোগ্যতা দিয়ে ইতালি আওয়ামীলীগে স্থান করে নিয়েছেন।
বিগত কমিটিতে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। গেল বছর অনুষ্ঠিত ইতালি আওয়ামীলীগের বর্ণাঢ্য সম্মেলনে যে কয়জন সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচিত হয়েছিলেন মিন্টু তাদেরই একজন।
্মে্্ম আয়োজিত ঐ সম্মেলনে সভাপতি পদে মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন সরদার লুৎফর রহমান।
তবে এম এ রব মিন্টু ইতালি আওয়ামী লীগের বিগত কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজিকে সঙ্গে নিয়ে বিকল্পধারা তৈরি করেছিলেন।
জনাব মিন্টু ইতালির মূল ধারার রাজনীতিতেও সক্রিয় রয়েছেন। দু’দুবার তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন। এছাড়া মিডিয়ার সাথেও সম্পৃক্ত ছিলেন ইতালি আওয়ামীলীগের এই তরুণ নেতা। স্বদেশ বিদেশ পত্রিকা যখন দৈনিক আকারে প্রকাশিত হয়, তখন তিনি পত্রিকাটির একজন পরিচালক ছিলেন।
এই পত্রিকার চেয়ারম্যান ইতালি আওয়ামী লীগের অন্যতম নেতা হাজী মোঃ জসিম উদ্দিন।
পত্রিকাটি এখন অনলাইনে প্রকাশিত হচ্ছে।
ইতালি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিন্টুকে নিয়ে সিনিয়র নেতারা অনেকেই আশাবাদী।
ইতালির আওয়ামীলীগকে শক্তিশালী করতে এবং ইউরোপের সর্বত্র ছড়িয়ে দিতে সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের হাতকে আরো শক্তিশালী করতে সক্ষম হবে বলেন মনে করেন তারা।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি আওয়ামী লীগের এই কমিটি অনুমোদনের পর মিন্টুর অনুসারী অন্যান্য নেতারা দারুন খুশি। তারা মনে করেন, আগামী দিনে এমন এ রব মিন্টু দলকে সকলের কাছে গ্রহণযোগ্য করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কেউ কেউ মনে করেন, সাংগঠনিক কর্মকান্ডে এম এ রব মিন্টু তার যোগ্যতা দিয়ে ইতালি আওয়ামী লীগকে আরো সমৃদ্ধ করতে সক্ষম হবেন।
