এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভেরোদনেৎস্কে রুশ আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ধরনের সরবরাহ’ কিয়েভকে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে উত্সাহিত করবে না। ওয়াশিংটন চায় ‘শেষ ইউক্রেনীয়ও রাশিয়ার সঙ্গে যুদ্ধ করুক’।

যদিও যুদ্ধ অবসানে রাশিয়া যেন দ্রুত আলোচনায় বসতে বাধ্য হয় সে লক্ষ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দিচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনকে এমন অস্ত্র সহায়তা দেওয়ার ফলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বন্দ্বে জড়াল কিনা এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এসব ক্ষেপণাস্ত্র শুধু রুশ আক্রমণ ঠেকাতে ব্যবহৃত হবে। এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াতে হামলা চালাতে ব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছে ইউক্রেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ