ডেস্ক রিপোর্ট:ইতালির মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশেররা সম্পৃক্ত হচ্ছেন। কোথাও কোথাও বিজয় অর্জন করতে না পারলেও ফলাফল খুবই ভালো। এগিয়ে যাচ্ছে তারা। এবার আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি প্রার্থী নাজমুল আহমেদ নাহিদ চমক দেখাতে পারেন। ইতালির আলোচিত এবং জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্টের প্রার্থী হয়ে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। প্রবাসী বাংলাদেশীদের সমর্থনের পাশাপাশি ইতালীয়রা সমর্থন করছেন এই প্রার্থীকে। প্রবাসী বাংলাদেশীরা বলছেন, নাহিদের বিজয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রচার প্রচারণায়ও নাহিদ এগিয়ে রয়েছেন বলে জানান আনকোনাতে বসবাসকারী বাংলাদেশীরা।
তারা বলেন,আমাদের উচিৎ আমাদের প্রার্থীকে বিজয়ী করে
ইতালির মাটিতে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেয়া। কারণ এই বিজয় শুধু উনার একার নয়
এই বিজয় আপনার-আমার
আমাদের পুরো জাতির ,
গোটা বাংলাদেশের বিজয়!
