এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া মোহামাদ এবং ভাইস চেয়ারম্যান পদে ম. মাহফুজুর রহমান পরবর্তী তিন বছরের জন্যে পুনরায় নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোম্পানিটির দ্বিতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানি আইন ও প্রতিষ্ঠানের সংঘবিধির বিধান অনুসারে চারজন পরিচালক পদত্যাগ করেন।
পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা থাকায় এবং তারা নির্বাচনে ইচ্ছুক হওয়ায় পদত্যাগকারী গোলাম কিবরিয়া মোহামাদ, ম. মাহফুজুর রহমান, আফতাব আহমেদ এবং মঈনুদ্দিন হাসান চৌধুরী পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত হন।
একই দিনে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় গোলাম কিবরিয়া মোহামাদকে চেয়ারম্যান এবং ম. মাহফুজুর রহমানকে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করা হয়। এই পদে তাদের নিয়োগের মেয়াদ হবে তিন বছর।
গোলাম কিবরিয়া মোহামাদ বিগত ৪২ বছর থেকে ইতালির রাজধানী রোমে ব্যবসা করে আসছেন। সেদেশে তিনি প্রধানত প্রবাসীদের নেতৃত্ব প্রদান করে থাকেন। তা ছাড়া তিনি ইতালি আওয়ামী লীগ এবং ইউরোপ আওয়ামী লীগেরও নেতৃত্ব প্রদান করছেন। ইতালির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়া মোহামাদ রোম পৌরসভার একজন নির্বাচিত মেয়র হিসেবেও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে ম. মাহফুজুর রহমান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদ থেকে ২০১৬ সালে অবসর গ্রহণ করে ব্যবসার সঙ্গে যুক্ত হন। তিনি একজন লেখক এবং কলামিস্ট। নিজ এলাকা কিশোরগঞ্জে তিনি শিশুদের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।