এটিএম বুথে টাকা তোলার সময় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাত করে শরিফ উল্লাহ (৪৪) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহত শরিফ উল্লাহ একজন টাইলস ব্যবসায়ী। এ ঘটনায় মো. আব্দুস সামাদ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। এর সঙ্গে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানাধীন জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানিটারি নামে নিহতের পারিবারিক যৌথ ব্যবসা রয়েছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শরিফ উল্লাহ প্রতিদিনের ন্যায় ওই দোকানের হিসাব-নিকাশ করে বৃহস্পতিবার রাত ৯টার সময় কাজ শেষ করে গাজীপুর বাসায় যাওয়ার কথা। পথিমধ্যে রাত ১২টা ৩৬ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরস্থ সোনারগাঁও জনপথ রোড একটি ব্যাংকের এটিএম বুথ হতে টাকা উত্তোলন করে বুথের ভেতর টাকা গোনার সময় আসামি মো. আব্দুস সামাদ একটি ধারালো চাকু দিয়ে অতর্কিতভাবে শরিফ উল্লাহকে আঘাত করে। জখম করে ভিকটিমের হাতে থাকা বুথ থেকে উত্তোলিত টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিহত শরিফ উল্লাহ ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় এটিএম বুথের ভেতরেই মেঝেতে লুটিয়ে পড়ে।

এ সময় এটিএম বুথের সিকিউরিটি গার্ড শফিয়ার রহমানের চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় আসামিকে আটক করে পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলার এজাহার জমা দিয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, নিহতের হত্যার ঘটনায় একজন আসামি গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ