ডেস্ক রিপোর্ট: ইতালী প্রবাসী কবি জয়নাল হাজারীর প্রথম কাব্যগ্রন্থ “যে ঘাটে ভিড়াই তরী”-চলতি বছরের একুশের গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে, ‘প্রতিভা প্রকাশ’।
কবি জয়নাল হাজারী ইতালির বন্দর নগরী নাপলি শহরে বসবাস করেন। সেখানে তিনি ব্যবসার পাশাপাশি সমাজ সেবার সাথেও জড়িত রয়েছেন। শুধু নাপলী নয়, পুরো ইতালিতেই তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশের জামালপুরের অধিবাসী। সেখানেও তিনি সমাজসেবার সাথে জড়িত। কবিতার প্রতি তার আগ্রহ ছিল সব সময়। তার এই বইটি পড়ে কবিতা প্রেমিক নারী পুরুষ আনন্দ পাবে বলে তার বিশ্বাস। তিনি সকলের দোয়া এবং সহযোগিতা চেয়েছেন।
