একই দলে খেলবেন কোহলি-বাবর!

একই দলে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

এ কথা শুনে যে কেউই বলবেন – এতো আষাঢ়ে গল্প।

যেখানে রাজনৈতিক বৈরিতায় দুই দেশের দ্বৈরথের দেখা মেলে কদাচিৎ। সেখানে এক দলে কোহলি-বাবর? এ কি সম্ভব!

কিন্তু পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান সেই সম্ভাবনার কথাই বলছে।

এক প্রতিবেদনে গণমাধ্যমটি লিখেছে, আগামী বছরই অভিনব বিষয়টি দেখা যেতে পারে। ২০২২-২৩ মৌসুমে ‘আফ্রো-এশিয়া কাপ’ অনুষ্ঠিত হলে একই দলে দেখা যেতে পারে এ দুই ব্যাটিং সেনসেশনকে।

জানা গেছে, আফ্রো-এশিয়া কাপকে মাঠে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। আগামী বছরের জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এটিকে ফেরানোর পরিকল্পনা। টুর্নামেন্ট মাঠে গড়ালে এশিয়া একাদশে থাকবেন বাবর আজম ও বিরাট কোহলি।

This is big news for Indo-Pak cricket fans!!! There are plans under Asian Cricket Council to schedule Afro-Asia Cup based on T20 format in mid 2023 which will feature top cricketers from Pakistan and India together. Kohli Babar Rohit Bumrah Rizwan Shaheen together?Damn!! (Forbes)

— Arfa Feroz Zake (@ArfaSays_) June 17, 2022
এ টুর্নামেন্ট সবশেষে মাঠে গড়িয়েছিল ২০০৭ সালে। রাজনৈতিক ও সম্প্রচারসংক্রান্ত জটিলতার কারণে প্রায় ১৫ বছর ধরে বন্ধ রয়েছে এ টুর্নামেন্ট।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসে এক সাক্ষাৎকারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বাণিজ্য ও আয়োজন বিভাগের প্রধান প্রভাকরণ থানরাজ বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে ভারত ও পাকিস্তানের সেরা খেলোয়াড়দের এশিয়া একাদশে রাখা। পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেলে আমরা স্পনসরশিপ আর সম্প্রচারস্বত্ব নিয়ে কাজে নামব। অনেক অনেক বড় একটা আয়োজন হবে এটি। এখন ভারত-পাকিস্তানের দুই বোর্ড চূড়ান্ত করলেই সবকিছু ঠিক হবে। ’

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তাদের সঙ্গে এখনো এ নিয়ে আলোচনা হয়নি।

আফ্রো-এশিয়া কাপের ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একসঙ্গেই খেলেছেন। এশিয়ার দলে পাকিস্তানের শোয়েব আখতার, শহীদ আফ্রিদির সঙ্গে একাদশে খেলেছেন ভারতের বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়রা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ