ডেস্ক রিপোর্ট: ইতালি প্রবাসী সাংবাদিকদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে এই ভি চিহ্নটি। প্রবাসে বিশেষ করে ইতালিতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি কাজ করে থাকেন। মূল ধারার সাংবাদিকদের মধ্যে যারাই রয়েছেন, তাদের মধ্যে এন টিভির ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমান এবং নিউজ টুয়েন্টিফোরের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন
অন্যতম। ফলে প্রবাসী সাংবাদিকরা এই দুইজনের নেতৃত্বকে বরণ করে নিয়েছেন। প্রবাসী সাংবাদিকরা মনে করেন আফজাল-রিয়াজের নেতৃত্বে সাংবাদিকরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন, সে ক্ষেত্রে এই বিজয় তাদেরকে নিয়ে যাবে অভীষ্ট লক্ষ্যে।
আমরা দেখেছি, এখানে সাংবাদিকরা কাজ কিংবা ব্যবসা করে থাকেন। আর এরই ফাকে জাতীয় অনুষ্ঠান সমূহ এবং ইতালি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন আঞ্চলিক ,সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের সংবাদ তারা ফলাও করে প্রচার
করেন। আমরা লক্ষ্য করেছি, বিশেষ প্রতিবেদন তৈরিতে এই দুই সাংবাদিক বাংলাদেশীদের প্রাধান্য দিয়ে থাকেন। প্রবাসীদের সুখ-দুঃখের পাশাপাশি ইমিগ্রেশন বিষয়ক রিপোর্ট তাদের টেলিভিশনে আমরা দেখেছি। এছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড তো রয়েছেই।
মূল ধারার সাংবাদিকদের মধ্যে অর্থাৎ টেলিভিশন সাংবাদিকদের মধ্যে যার নাম উচ্চারণ করা উচিত তিনি গাজী টেলিভিশনের ইতালি প্রতিনিধি খলিল কাওসার শাহীন। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ
ভূমিকা ছিল। তবে একটি প্রবাদ বাক্য রয়েছে, “”ভাত খেলে ভাত পড়বেই””অর্থাৎ কোনদিনই, কখনোই সকলকে এক কাতারে আনা যাবে না। এটা শুধু কঠিনই নয় অসম্ভব। তবে আজ আমরা আনন্দিত যে রোমান
– রিয়াজের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হবার সুযোগ পেয়েছি।
এই সাংবাদিক সমাজে তারা আগামীদিনে ভালো কিছু করবেন এবং এই চিহ্ন অর্থাৎ বিজয়ের ধারাকে অব্যাহত রেখে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ছঅধিকার আদায় মর্যাদা অক্ষুণ্য রাখার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
এই ভিক চিহ্ন প্রবাসী সাংবাদিকদের ছপ্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, সেই সাথে বিশ্বাসও। অধিকাংশ সাংবাদিকের বিশ্বাস তাদের উপর রয়েছে, তাদের নেতৃত্বকে বরণ করে নিয়েছে এবং আগামী দিনে একটি সুন্দর সমাজ গঠনে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে, সে ক্ষেত্রেও তাদের ভূমিকা রয়েছে।
কথায় রয়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা ওটা বিচ্ছিন্ন ঘটনা-তেমনি দুই একজন যদি ঐক্যের বাইরে গিয়ে কিছু অপপ্রচার আর অপতৎপরতা চালায় তাহলে সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে এটা মনে করার কোন কারণ নেই।
বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন রোমান তএবং সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন। তারা দুজনেই বলেছেন, একটি সমঝোতা স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচনকেই আমরা বিজয় হিসেবে দেখতে চাই। আমাদের এই ভি চিহ্ন পুরু সাংবাদিক সমাজের প্রতীক।
আমরা শুধু রোম নয়-ইতালি জুড়ে যারা মূল ধারার সংবাদপত্র, টেলিভিশন,ঝ তথ্য মন্ত্রণালয়ের স্বীকৃতিপ্রাপ্ত অনলাইন, আইপি টিভি এবং অনলাইন নিউজ পোর্টাল অথবা অনলাইন টেলিভিশনে যারা কাজ করেন আমরা তাদেরকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। তারা বলেন, আমরা সকল সাংবাদিককে এক চোখে দেখতে চাই। কেউ ছোট কিংবা কেউ বড় নয়-মনে রাখবেন সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত সাংবাদিকতাকে আমরা একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। আমরা আবারও বিজয়ী হতে চাই-দেখাতে চাই সকল সাংবাদিকের ভি চিহ্ন।