উপদেষ্টাদের কেউ কেউ বিশেষ দলের পক্ষে কাজ করছেন: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, চারদিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা চলছে। আমরা সংস্কারবিরোধী বলে প্রচার করা হচ্ছে। অথচ সংস্কারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই।

শনিবার গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা আ স ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। পুরো দেশ এখন নির্বাচনী রাস্তায় উঠে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দেশটি সব সময় আমাদের সঙ্গে শত্রুতা করে আসছে। সীমান্তে নির্বিচারে গুলি করে আমাদের নাগরিক হত্যা করছে। ফারাক্কার পানি ছেড়ে জানমালের ক্ষতি করছে। আমরা ভারতের সঙ্গে এমন বন্ধুত্ব চাই, যেখানে কোনো অবিচার থাকবে না, সম্পর্ক হবে সমানে সমান।

তিনি বলেন, আ স ম হান্নান শাহ ছিলেন অকৃত্রিম দেশপ্রেমিক ও নির্ভীক সৈনিক। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আজীবন লড়াই করেছেন। সব সময় দল ও দেশের স্বার্থকে বড় করে দেখেছেন। হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নানকে আগামী নির্বাচনে কাপাসিয়ায় ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল।

জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম প্রমুখ।

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। বিভেদ ও বিভাজন সৃষ্টি করে আমাদের দুর্বল করার অপচেষ্টা চলছে। মতপার্থক্য, তর্কবিতর্ক হতে পারে। কিন্তু তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

তিনি বলেন, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এ ঐক্য বিনষ্ট হলে আন্দোলনের অগ্রগতি থেমে যাবে। ৫ আগস্টের ঐতিহাসিক অর্জনও ব্যর্থ হতে পারে।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা মাহবুবুল ইসলাম, ডা. মাজহারুল আলম, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ