উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিতরাং’!

বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিতরাং’! এ ঘূর্ণিঝড় নিয়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে ভারতে।

প্রাকৃতিক এ বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

‘ফণী’, ‘আমপান’, ‘ইয়াস’-এর পর এবার বঙ্গোপসাগরে দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সিতরাং’!

আন্দামান সাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় মোকাবিলায় শুক্রবার ভারতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে জেলা শাসকদের পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূল থেকে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামান সাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পরে তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

নিয়ম অনুযায়ী সাগরে তৈরি কোনো ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত প্রতিনিয়ত শক্তি বাড়ালেও এখনো পর্যন্ত তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে আবহাওয়াবিদদের মতে, এ ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ