ঈদে চলবে ৯ জোড়া বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বুধবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য জানান মন্ত্রী।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।

এর আগে মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।

মন্ত্রী আরও জানান, এ লক্ষ্যে ১ এপ্রিল থেকে কাউন্টারে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ