ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেশমুখী কুয়েত প্রবাসীরা

দীর্ঘ দুই বছর করোনা সংকট কাটিয়ে স্বস্তির ও স্বাভাবিক পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অন্যান্য দেশের প্রবাসীদের মতো কুয়েত প্রবাসীরাও ছুটছেন দেশে। রমজানের মাঝামাঝি সময় থেকে শুরু করে ঈদের আগমুহূর্তে যাত্রীদের দেশে যাওয়ার চাহিদা আগ্রহ বেশি দেখা যায়। ফলে ঈদ উৎসবকে ঘিরে টিকিটের জন্য ভিড় দেখা যায় ট্রাভেল এজেন্সিগুলোতে।

করোনার পূর্বে কুয়েত-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা হতো এখন ৩টি ফ্লাইট পরিচালিত হয়। যার কারণে বাধ্য হয়ে অন্যদেশে ট্রানজিট এয়ারলাইনসে ঈদের আগ মুহূর্তে দেশে ছুটছেন প্রবাসীরা। বাংলাদেশ বিমানের কুয়েত চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে বাড়ি ফিরতে যাত্রাপথে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় বৃহত্তর চট্টগ্রাম ও রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালীর কুয়েত প্রবাসীদের। পুনরায় এ রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান প্রবাসীরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ