ইসরায়েলকে এখনই থামাতে হবে: মালেশিয়া প্রধানমন্ত্রী

গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর হামলা ও আটকের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ইসরায়েলকে এখনই থামাতে হবে। খবর আল জাজিরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, গাজা-মুখী নৌবহরে থাকা ২৩ জন মালয়েশিয়ানকে ইসরায়েলি বাহিনী আটক করেছে।

ভিডিও বার্তায় তিনি বলেন, তাদের মুক্তি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের নেতাদের—যেমন তুরস্ক, মিশর এবং কাতারের—সহায়তা চাইবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আবারও বলছি—ইসরায়েলের এ অন্যায় শাসন ব্যবস্থা এখনই অবিলম্বে বন্ধ করতে হবে। যেখানে মানুষের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে মালয়েশিয়া চুপ থাকবে না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ