গত মৌসুমে লিভারপুলের নতুন কোচ হয়েও দলবদলের বাজারে তেমন অর্থ খরচ করেননি আর্নে স্লট। জার্গেন ক্লপের রেখে যাওয়া দল নিয়ে দাপটের সঙ্গে প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। কিন্তু নতুন মৌসুম ঘিরে লিভারপুল ইতিহাসের স্মরণীয় কেনাকাটার পথে হাঁটছেন স্লট।
ক’দিন আগে বায়ার লেভারকুসেন থেকে ১১৬ মিলিয়ন পাউন্ড দিয়ে ফ্লোরিয়ান উইর্টজকে কিনেছে লিভারপুল। যিনি লিভারপুল ইতিহাসের তো বটেই প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার। এবার ওই রেকর্ডও ভাঙতে চলেছে অল রেডসরা।
নিউক্যাসল ইউনাইটেড থেকে ২৫ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার ইশাককে কিনতে চাচ্ছে লিভারপুল। সংবাদ মাধ্যম দি অ্যাথলেটিকস দাবি করেছে, ৬ ফিট ৪ ইঞ্চির ইশাকের জন্য ১২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা।
সংবাদ মাধ্যমটি দাবি করেছে, নিউক্যাসলকে আনুষ্ঠানিকভাবে ওই প্রস্তাব দিয়েছে লিভারপুল। রেডসরা বলেছে- রাজি থাকলে সর্বোচ্চ ১২০ মিলিয়ন পাউন্ড দিতে পারবে তারা। তবে সৌদি অর্থের ঝনঝনানিতে চলা ম্যাগপাইরা ইশাককে বিক্রি করতে চায় না।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বাধিক ৩২ গোল করা ইশাক অবশ্য শিরোপা জয়ের আশায় নিউক্যাসল ছাড়তে চান। সেজন্য গত মৌসুমে সেরা পাঁচে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা নিউক্যাসল ফ্রেঞ্চ স্ট্রাইকার হুগো একিটিকের দিকে নজরে রাখছে।
মজার বিষয় হচ্ছে লিভারপুলও ইশাকের বিকল্প হিসেবে একিটিকেকে পছন্দ করে রেখেছে। অর্থাৎ নিউক্যাসল ইশাককে বিক্রি না করলে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে একিটিকেকে দলে ভেড়ানোর চেষ্টা করবে স্লটের দল। তার বাজারদর ৭০ মিলিয়ন পাউন্ড।