ইসরায়েলের পক্ষে ইরানের হামলায় মার্কিন জেট বিমান অংশ নিয়েছিল—এমন খবর অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, এই দাবিটি ‘সত্য নয়’।
পার্নেল ডমিনিক মাইকেল ট্রিপির একটি এক্স পোস্টের জবাবে এই কথা বলেছেন। পার্নেল নিজেকে একজন রাজনৈতিক ভাষ্যকার এবং ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজের সিইও হিসেবে নিজেকে বর্ণনা করেছেন।
পার্নেল ট্রিপির পোস্টে ইসরায়েলের চ্যানেল ১৪-এর উদ্ধৃতি দেওয়া হয়েছিল। এই চ্যালেনটি উগ্র-জাতীয়তাবাদী হিসেবে পরিচিত।
অবশ্য চ্যানেল ১৪-এর ওয়েবসাইটে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় যোগদানের কোনো তথ্য খুঁজে পায়নি আল-জাজিরা। ট্রিপিও পরে কোনো ব্যাখ্যা ছাড়াই পোস্টটি মুছে ফেলেন।