‘ইতিহাসের সাক্ষী হতে এসেছি’

অপেক্ষার প্রহর শেষ। এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। কিছুক্ষণ পরই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুর উদ্বোধন কেন্দ্র করে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ও শরীয়তপুর পদ্মাপারের সেতু এলাকায় উচ্ছ্বাসের জোয়ার বইছে।

সেই উচ্ছ্বাসে শামিল হতে শুক্রবার দূরদূরান্ত থেকে সেতু দেখতে আসছেন দর্শনার্থীরা। তারা পদ্মা সেতু এবং এখানে স্থাপন করা বিভিন্ন বিলবোর্ড ও ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।

প্রধানমন্ত্রীর আগমন ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মহাসড়কের সড়ক বিভাজক ও মহাসড়কের দুপাশে বিভিন্ন ব্যানার ও বিলবোর্ড লাগানো হয়েছে। এতে সংসদ সদস্য, রাজনীতিবিদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের শুভেচ্ছাবার্তা শোভা পাচ্ছে। সরকারি সংস্থাও পদ্মা সেতু উদ্বোধনের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড লাগিয়েছে।

এই চিত্রপট মাওয়া পুরাতন ঘাটে যাওয়ার সড়কে। সেখানেও বিলবোর্ড ও ব্যানারের দেখা মিলছে খানিক দূর পর পর। আর এসব বিলবোর্ড ও ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন উচ্ছ্বসিত দর্শনার্থীরা।

বেশ বড় আকারের বিলবোর্ড লাগানো হয়েছে শিমুলিয়াঘাটের প্রবেশ পথ শিমুলিয়া-ভাঙ্গা মোড়ে।

শুধু ব্যানার-বিলবোর্ডই নয়, মোড়ে মোড়ে দৃষ্টিনন্দন ফুলবাগানে শোভিত করা হয়েছে।

শিমুলিয়াঘাটে ব্যানার, বিলবোর্ডের পাশাপাশি রঙ-বেরঙের আলোকসজ্জা করা হয়েছে। ঘাটের পার্কিং ইয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টরি প্রদর্শনীর বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে।

দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা সেতু উদ্বোধনস্থলে এসে জমা হচ্ছে ভোরবেলা থেকেই।

মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটের এক দর্শনার্থী জানান, তার বাড়ি উত্তরবঙ্গে। শুধু পদ্মা সেতু উদ্বোধন দেখতে তিনি নীলফামারী থেকে মাওয়াঘাটে এসেছেন।

শনিবার ছুটির দিন পেয়ে ঘুমাননি অনেক চাকরিজীবী। ঢাকায় কর্মরত কয়েকজন সেতু দেখতে এসেছেন।

এদের মধ্যে একজন বলেন, বন্ধের দিন পেয়ে সহকর্মীরা সবাই সেতু দেখতে এসেছি। ইতিহাসের সাক্ষী হতে এসেছি।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, পদ্মা সেতু আমাদের প্রেরণা। স্বাধীনতার পর এটা অনেক বড় অর্জন। আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি। শেখ হাসিনা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি পদ্মা সেতুর মাধ্যমে বিশ্বের কাছে আরেকবার বাঙালি জাতির পরিচয় তুলে ধরেছেন। এর ফলে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। পদ্মা সেতু কেন্দ্র করে রাস্তার দুই পাশে ইকোপার্ক হবে। দেশি-বিদেশি পর্যটকদের ঢল নামবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, শনিবার আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধন হচ্ছে। তবে উদ্বোধনের পর সাধারণ দর্শনার্থীদের সেতু ভ্রমণের সুযোগ দেওয়ার বিষয়টি মন্ত্রণালয় বলতে পারবে। এ বিষয়ে এখনো আমাদের কাছে কোনো সিদ্ধান্ত আসেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ