আফজাল হোসেন রোমান, ভ্রাম্যমান প্রতিনিধি: বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি ও ইতালি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শরীয়তপুরের কৃতি সন্তান আফতাফ বেপারী ইতালি প্রবাসী বাংলাদেশীদের সেবায় সকলকে এগিয়ে আসার
আহ্বান জানিয়েছেন। বলেছেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে। তিনি নতুন প্রজন্মের
মাঝে বাংলা ভাষা চর্চার আহ্বান জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মা মাটি মানুষকে সম্মান করে আমাদের এগিয়ে যেতে হবে।
রোববার বৃহত্তর ঢাকা ও ঢাকা সমিতি তরিনোর বর্ণাঢ্য অভিষেকের প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
বৃহত্তর ঢাকা সমিতি তরিনোর সভাপতি মুক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই অভিষেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃহতর ঢাকা সমিতি ভেনিসের সভাপতি আব্দুল নাসির। বৃহত্তর ঢাকা
সমিতির তরিনোর সাধারণ সম্পাদক চৌধুরী আল আমিন আরিফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইমতাদুল হক আনিস আবু নাসির সিজার মোঃ আল আমিন
আলেক চান মোল্লা, মামুন হোসেন বিপ্লব রেহান মোল্লাসহ আরো অনেকে।এনটিভি ইতালির ব্যূরো প্রধান আফজাল হোসেন রোমান, আরটিভির ইতালী প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামানসহ বেশ কজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে লন্ডন রোমসহ বিভিন্ন এলাকা থেকে কণ্ঠশিল্পীরা ইতিমধ্যেই তরিনোর এই অভিষেকের সংগীত পরিবেশন করেন।
