ডেস্ক রিপোর্ট: ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে এই দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। ইতালি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে সরকারি সফরেও এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকারিভাবে দুটি দেশের সম্পর্ক যেমন বন্ধুত্বপূর্ণ রয়েছে, তেমনি ইতালি প্রবাসী এই দুই সাংবাদিক সেই সম্পর্ককে আরো এগিয়ে নিতে চান মিডিয়ার মধ্য দিয়ে। ইতিমধ্যে ইউরোপের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন
এনটিভি ইতালির ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমান। অপরদিকে দীর্ঘদিনের সাংবাদিকতায় পরিপক্ক নিউজ টুয়েন্টিফোরের ইতালি প্রতিনিধি এম ডি রিয়াজ হোসেন ইতিমধ্যেই তার অবস্থান শক্ত করেছেন
ইউরোপে। নানা বিষয়ের উপর প্যাকেজ, লাইভ সম্প্রচারের মধ্য দিয়ে সাংবাদিক রিয়াজ এক অনন্য উচ্চতায় রয়েছেন। দুই দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তোলা এই ছবিটি অনেক গুরুত্ব বহন করে। নিজের দেশকে যেমনি ভালোবাসেন তারা, তেমনি ইতালিতে বসবাসের কারণে এ দেশকেও তারা সম্মান করেন। এদেশের আইন, সামাজিক রীতিনীতি মেনে সাংবাদিকতা অব্যাহত রাখছেন তরুণ এই দুই সাংবাদিক। প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা পূরণে তারা আরও সক্রিয় হবেন বলে মনে করেন বাংলাদেশীরা।
