ইতালির সেন্ট পিটার্স ব্যাসিলিকার ছায়ায় কাগজপত্রহীন প্রবাসি বাংলাদেশিদের দীর্ঘশ্বাস

সেন্ট পিটার্স ব্যাসিলিকা যা খ্রিস্টধর্মের এক বিশাল আধ্যাত্মিক কেন্দ্র। রোম ও তার আশেপাশে বসবাসকারী কাগজপত্রহীন বাংলাদেশি অভিবাসীসহ বহু বিদেশির জন্য এক নীরব আশ্রয়স্থল ও মানসিক ভরসার স্থান হয়ে উঠেছে এই স্থানটি। ইতালিতে আইনি বৈধ পারমিট না পাওয়া এবং পরিবার থেকে বিচ্ছিন্ন এই প্রবাসীদের কাছে এই স্থানটি কঠিন জীবন বাস্তবতাকে ভুলে থাকার এবং দেশের স্মৃতিকে আঁকড়ে ধরার এক ভিন্ন অনুভূতির ক্ষেত্র।

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা নাসিম উদ্দিন পলাশ নামের এক প্রবাসি জানান, ইতালি স্বপ্নের ইউরোপীয় প্রবেশদ্বার হলেও বৈধ ভিসায় প্রবেশ করেও অনেকে পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হওয়া বা অন্য কোনো কারণে ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত হন। এই কাগজপত্রহীন অবস্থা তাদের জীবনকে এক অনিশ্চয়তার বৃত্তে ফেলে দিয়েছে। বৈধ নথিপত্র না থাকায় তারা নিয়মিত আইনি জটিলতা, কাজের অনিশ্চয়তা এবং বিতাড়নের আশঙ্কায় ভোগছেন। বছরের পর বছর ধরে এই মানসিক চাপ বহন করা প্রবাসীদের মনের গভীরে ক্ষতের সৃষ্টি করেছে।

সেন্ট পিটার্স ব্যাসিলিকার বিশালতা অনেকের কাছে নিজ দেশের স্মৃতিকে জাগিয়ে তোলে। অনেকে এখানে এসে ধ্যানমগ্ন হন, দেশের জন্য এবং পরিবার পরিজনের জন্য কেঁদে মনের ভার লাঘব করেন। যারা দেশ থেকে ঋণ করে ইতালিতে পাড়ি দিয়েছেন তাদের অনেকে ঋণের চিন্তায় ঠিকমতো রাত যাপন করতে পারেন না। কাগজপত্রের অভাবে কাজের সংকট তো রয়েছেই, তার উপর বহু বছর ধরে দেশে থাকা মা-বাবা, স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয়দের সাথে দেখা করতে না পারার দীর্ঘ বিচ্ছিন্নতা তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে বলে জানান তারা।

দীর্ঘ বিচ্ছিন্নতা ও একাকীত্ব দূর করতে সেন্ট পিটার্স স্কয়ার এবং তার সংলগ্ন এলাকা বন্ধু ও সহযাত্রীদের সাথে দেখা করার এক নিরাপদ স্থানে পরিণত হয়েছে। দিনের শেষে বা ছুটির দিনে তারা একত্রিত হন, যেখানে আড্ডার বিষয়বস্তু প্রায়শই থাকে দেশে ফেলে আসা পরিবার, ইতালিতে আইনি পথ খুঁজে বের করার কৌশল এবং ভবিষ্যতের অনিশ্চিত পরিকল্পনা। এই সামাজিক যোগাযোগ তাদের প্রবাস জীবনের একাকীত্বকে সাময়িকভাবে ভুলিয়ে রাখতে সাহায্য করে।

এই প্রবাসীরা দিনের বেলায় অনেক সময় কঠিন ও অনিয়মিত কাজ করেন, যার কোনো আইনি সুরক্ষা নেই। সন্ধ্যার পর বা যখন কাজের চাপ কম থাকে, তখন তারা এমন একটি স্থানে আসেন যেখানে তাদের পরিচয়ের চেয়েও বড় হয় তাদের মানবিক অস্তিত্ব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ