ইতালি প্রতিনিধি:ইতালির রোমে বাইতুর রহিম জামে মসজিদের উদ্যোগে ভিয়া নমেন্তানা পিয়াজ্জা সেম্পিয়নের নিকটস্থ পার্কে পরপর ৩টি জামাত অনুষ্টিত হয়েছে। এতে নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
রোমের বিভিন্ন স্থানের মতো গত সোমবার নমেন্তানা মসজিদ কমিটির উদ্যোগে ঈদ জামাতের
আয়োজন করা হয়। অনুষ্ঠিত ঈদের জামাতে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদ মিয়া, সিনিয়র সহ সভাপতি নেয়ামুল হক বাবু, সহ সভাপতি নজরুল ইসলাম মুন্সী, ,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিশু, সহ সাধারন সম্পাদক আরিফুল ইসলাম নয়ন, মাহবুবআালম, কোষাধ্যক্ষ মোঃ নুরুন্নবী খন্দকার, প্রচার সম্পাদক আাব্দুর রহমান সিজার, সহ প্রচার সম্পাদক মোসলেহউদ্দিন বাবুর সার্বিক তত্বাবধানে খুৎবা ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাইফুল সিদ্দিকী।
নামাজের পর রোমের ৩ নম্বর মিউনিসিপিওর আসন্ন নির্বাচনে বিদেশী কাউন্সিলর পদ প্রার্থী নেয়ামুল হক বাবুর উদ্যোগে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।স্থানীয় মুসুল্লিরা এই আয়োজনের প্রশংসা করেছেন।
