ইতালির অর্থনীতিতে সুখবর! অক্টোবর মাসে অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত

ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালির অর্থনৈতিকে স্বস্তির নিঃশ্বাস। অক্টোবর মাসে দেশটির ব্যবসায়িক ও ভোক্তায় আস্থা বেড়েছে যা বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট এর সামগ্রিক ব্যবসায়িক মনোবল সূচক সেপ্টেম্বরের ৯৩.৭ থেকে বেড়ে অক্টোবরে ৯৪.৩ হয়েছে। এই সূচকটি উৎপাদন, খুচরা ব্যবসা, নির্মাণ এবং পরিষেবা খাতের সমীক্ষাগুলির এই সূচক।

খাতভিত্তিক হিসাবে উৎপাদন খাতের উপসূচক আগের মাসের ৮৭.৪ থেকে বেড়ে ৮৮.৩ হয়েছে। খুচরা ব্যবসা এবং নির্মাণ খাতেও মনোবল বেড়েছে। তবে পরিষেবা খাতে সামান্য হ্রাস লক্ষ্য করা গেছে।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণ অর্থনৈতিক পরিস্থিতি এবং পারিবারিক আর্থিক অবস্থা সম্পর্কে প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় এই ইতিবাচক পরিবর্তন এসেছে। একই সঙ্গে সঞ্চয় করার ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী পণ্য কেনার সুযোগের মূল্যায়নেও এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

এই উন্নত আস্থা এমন এক সময়ে এলো যখন ইতালি নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। দ্বিতীয় ত্রৈমাসিকে দেশটির অর্থনীতি আগের তিন মাসের তুলনায় ০.১ শতাংশ সংকুচিত হয়েছিল। সরকার সম্প্রতি মার্কিন বাণিজ্য শুল্কের প্রভাবের কথা উল্লেখ করে চলতি বছর ও আগামী বছরের জন্য তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস যথাক্রমে ০.৫ শতাংশ এবং ০.৭ শতাংশে নামিয়ে এনেছে।

তবে ইতিবাচক দিক হলো গত দুই মাসে ফিচ এবং মর্নিংস্টার উভয় সংস্থাই দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নত সরকারি আর্থিক অবস্থার উল্লেখ করে ইতালির ক্রেডিট রেটিং উন্নত করেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ