ইতালিতে ভেনিস আওমীলীগের উদ্যোগে দলের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মাকসুদ রহমান, ভেনিস থেকে:
বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ইতালির ভেনিসে উদযাপিত হয়েছে।
বাংলাদেশের ১৮ কোটি মানুষ ছড়িয়ে আছে দেশ ও বিদেশের মাটিতে,কিন্তু বিশ্বের যেখানেই বাংলাদেশি কমিউনিটির
ব্যক্তিরা আছে, সেখানে রয়েছে আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থক। এরই ধারাবাহিকতায় ইতালি ও ইউরোপসহ বিশ্ব জুড়ে সর্বত্র আওমীলীগের বিশাল কর্মীবাহিনীর অবস্থান দেখতে পাওয়া যায়।২৩ শে জুন শুক্রবার ইতালির ভেনিসের ঢাকা বিরিয়ানী হাউজের হল রূমে আয়জন করা হয় ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা। ভেনিস আওমীলীগের আহবায়ক বিল্লাল হোসেন ঢালির সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাক আহমেদের সন্চালনায় এতে বক্তব্য রাখেন ইতালি আওমীলীগের সহ সভাপতি মতিউর রহমান বুলু ছৈয়াল.
রেহান উদ্দিন দুলাল,বেলাল হোসাইন, মোস্তফা ছৈয়াল কালো, ভেনিস আওমীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রাণবন্ত আলোচনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জিল্লুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল অতীত এবং ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরেন বক্তারা।
সেই সঙ্গে আওমীলীগের সাবেক সভাপতি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির কথা তুলে ধরেন বক্তারা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ৪২ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে,আওমীলীগের ঐতিহ্য,সৃষ্টিশীলতা,
দেশপ্রেম ও উন্নয়নের প্রশংসা করেন সকলে। সভাশেষে কেক কেটে আওমীলীগের ৭৪ তম জন্মদিন পালন করেন ভেনিস সম্মিলিত আওমীলীগের নেতা- কর্মীরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ