ইতালি চালু করছে রোম-মিউনিখ সরাসরি বিলাসবহুল নাইট ট্রেন

চলতি বছরের ডিসেম্বরে শীতকালীন ভ্রমণে এক নতুন উৎসবের ছোঁয়া যোগ করতে ইতালিতে চালু করছে একটি বিশেষ বিলাসবহুল নাইট ট্রেন পরিষেবা যার নাম ‘এসপ্রেসো মোনাকো’। এই ট্রেন সরাসরি রোম থেকে জার্মানির মিউনিখের কিংবদন্তি ক্রিসমাস বাজারের সাথে সংযুক্ত করবে। ছুটির মৌসুমে জাদু তুলে ধরার জন্য নকশা করা এই পরিষেবাটি ইউরোপের মনোরম ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে এক আরামদায়ক, নিরবচ্ছিন্ন এবং মনোমুগ্ধকর যাত্রা নিশ্চিত করবে।

আগামি ৫ ও ১২ ডিসেম্বর রোমের টার্মিনি স্টেশন থেকে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ছেড়ে ট্রেনটি পরের দিন দুপুর ১টায় মিউনিখ পৌঁছাবে। যাত্রীরা কেবিনে প্রবেশ করেই ক্রিসমাস-থিমযুক্ত সজ্জা এবং ঋতুভিত্তিক সঙ্গীতের মাধ্যমে উৎসবের আমেজ পাবেন, সাথে থাকবে একটি ছোট উপহার। যাত্রীরা সিঙ্গল, ডাবল কেবিন অথবা কুশেটস (ছয়জন পর্যন্ত) বেছে নিতে পারেন।

এই যাত্রা ইতালি ও অস্ট্রিয়ার সুন্দর অঞ্চলগুলির মধ্য দিয়ে যাবে, যার মধ্যে রয়েছে ভেরোনা, ট্রেন্টো, ইনসব্রুক এবং ব্রেনার পাসের আলপাইন ল্যান্ডস্কেপ যা তুষারাবৃত চূড়ার শ্বাসরুদ্ধকর দৃশ্য উপহার দিতে পারবে।

মিউনিখে পৌঁছে যাত্রীরা শহরের আইকনিক ক্রিসমাস বাজারগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন। ফেরার জন্য ৭ ও ১৪ ডিসেম্বর ট্রেনটি দুপুর ১টা ৪০ মিনিটে মিউনিখ থেকে রওনা হয়ে পরের দিন সকালে রোমে এসে পৌঁছাবে।

‘এসপ্রেসো মোনাকো’ উড়ান বা গাড়ি চালানোর চেয়ে একটি টেকসই এবং অবসর বিনোদনের বিকল্প হিসাবে ট্রেন ভ্রমণকে প্রচার করার বৃহত্তর উদ্যোগের অংশ। এটি বিলাসবহুল আরামের সাথে অন্যতম সেরা ক্রিসমাস গন্তব্যে যাওয়ার উত্তেজনাকে একত্রিত করে যা বাজারের মতোই জাদুকরী এক শীতকালীন ভ্রমণের প্রতিশ্রুতি দিবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ