ডেস্ক রিপোর্ট: খুব শিগগিরই ইতালী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির গঠন হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর ইতালি ফিরেই সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পূর্ণাঙ্গ কমিটি গঠনে মনোযোগী হয়েছেন।
সভাপতি জরুরি প্রয়োজনে লন্ডন গেলেও তিনি ২৭ নভেম্বর রোমে ফিরবেন। এদিকে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে খন্ড খন্ড বৈঠকে মিলিত হচ্ছেন।
উদ্দেশ্য দলের জন্য ত্যাগী, কর্ম এবং দক্ষ নেতাকর্মী খুজে নেয়া। দলীয় প্রধানের অনুমোদনের পর যাতে করে হাইব্রিড এবং দালাল প্রকৃতির কেউ যাতে দলে প্রবেশ করতে না পারে।
কমিটি গঠনের ব্যাপারে ইতালি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া বলেছেন, কোন হাইব্রিড ইটালি আওয়ামীলীগের কমিটিতে স্থান পাবে না।
যারা দল এবং দলের নেত্রী সম্পর্কে কটুক্তি মূলক বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করেছে তাদের স্থান হবে না ইতালি আওয়ামীলীগে।
ইতালি আওয়ামীলীগের প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন মনে করেন দক্ষ এবং যোগ্য নেতাকর্মীদের নিয়ে গঠন করা হবে ইটালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি।সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন, ইটালি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ার মত নেতা কর্মী থাকবে এই দলে। ইউরোপের মধ্যে ইটালি আওয়ামীলীগ সর্বোচ্চ গুরুত্ব পাবে এমন কমিটি গঠন করবো আমরা।
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ইতালি আওয়ামী লীগে কোন পক্ষ থাকবে না। আমরা সকলকে নিয়ে একটি শক্তিশালী আওয়ামীলীগ গঠন করতে চাই। এ কারণে সম্ভাব্য নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছি।
দলীয় সূত্রে জানা গেছে, খুব শিগগিরই দলের পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হবে এবং আগামী জানুয়ারী নাগাদ ইতালির আওয়ামীলীগের বর্ণনাঢ্য অভিষেক অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।
