ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ইতালি আওয়ামী লীগের নতুন কমিটির উদ্যোগে এই প্রথম বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে। গত ৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেনকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটির অনুমোদন দেন।
শুক্রবার মহান বিজয় দিবস। এ উপলক্ষে ইতালি আওয়ামীলীগ রাজধানী রোমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠেয় এই বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জি এম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন। এছাড়া ইটালি আওয়ামী লীগের সাবেক নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হবেন এই অনুষ্ঠানে।
এদিকে ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ এগিয়ে যাচ্ছে বলে আওয়ামীলীগ সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটিতে যারা থাকছেন তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হতে পারে।
্দায়িত্বশীল নেতারা এখন ব্যস্ত সময় অতিবাহিত করছেন। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী এই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে মনে করেন প্রবাসীরা।
