ইউরোপীয় প্রকল্প উদ্ভাবনের অংশ হিসেবে উত্তর ইতালির পিয়েডমন্টের শহর ত্বরিনে বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স ‘ধারণা থেকে প্রকল্প’ চলতি বছরের ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগটি মাইক্রোল্যাব এবং মোজাইকোর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। যার লক্ষ্য হল অভিবাসন নীতি ও অনুশীলনের উপর সংলাপ বৃদ্ধি করা।
এই কোর্সটি বিশেষভাবে অভিবাসীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা ত্বরিন এলাকায় ব্যবসা শুরু করতে বা বিদ্যমান ব্যবসাকে আরও উন্নত করতে ইচ্ছুক। প্রশিক্ষণটি ত্বরিনের মাইক্রো ল্যাব সদর দফতরের ভিয়া মারিয়া ভিট্টোরিয়া ৩৮ এ অনুষ্ঠিত হবে। ক্লাসগুলি চলতি বছরের ২৯ অক্টোবর, ৫ নভেম্বর এবং ১২ নভেম্বর বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
পুরোপুরি ব্যবহারিক এবং বাস্তব ভিত্তিক এই কোর্সটি অংশগ্রহণকারীদের নতুন ব্যবসা শুরু ও বিকাশের জন্য এটি একটি অপরিহার্য সরঞ্জাম, উদ্যোক্তার জন্য প্রয়োজনীয় আন্তঃব্যক্তিক এবং নেতৃত্বদানের দক্ষতা বৃদ্ধি ও বিশেষজ্ঞদের সাথে সরাসরি ব্যবহারিক ও ব্যক্তিগত প্রতিক্রিয়া পাওয়ার আলোচনার সুযোগ পাবে।
এই কোর্সে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে তবে আসন সংখ্যা সীমিত। আবেদন করার জন্য এই লিংকে প্রবেশ করে ফর্ম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর মাইক্রোল্যাব বা মোজাইকোর পক্ষ থেকে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রত্যেক প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হবে।
এই কোর্সটি শুধুমাত্র ‘উদ্ভাবন’ প্রকল্পের সুবিধাভোগী এবং ত্বরিনে উদ্যোক্তা হিসেবে পেশা গড়তে আগ্রহী অভিবাসী পটভূমির মানুষদের জন্য সংরক্ষিত।